WB Flood: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্য়া পরিস্থিতি। ভাসছে বিস্তীর্ণ অংশ, দুর্ভোগে অসংখ্য় মানুষ
ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্য়া পরিস্থিতি। ভাসছে বিস্তীর্ণ অংশ, দুর্ভোগে অসংখ্য় মানুষ। এই পরিস্থিতিতেও অব্য়াহত রাজনৈতিক চাপানউতোর। বিরোধী জোট INDIA-র অন্য়তম শরিক, হেমন্ত সোরেন যে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী, সেই বন্ধু-রাজ্য়েরই সীমানা সিল করে দিল বাংলার তৃণমূল সরকার! আর এর ফলে, সারসার দাঁড়িয়ে আছে পণ্য়বাহী ট্রাক। পচে যাচ্ছে বহু জিনিস, আর এর জেরে বাজারে জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। অন্য়দিকে, DVC-র সঙ্গে মুখ্য়মন্ত্রীর সম্পর্ক ছিন্ন করার প্রেক্ষিতে, হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বললেন, এটা করলে, রাজ্য়ের আটটা জেলা যারা DVC-র বিদ্য়ুতের ওপর নির্ভরশীল, সেইসব জেলায় অন্ধকার নামবে।
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসতের তৃণমূল কাউন্সিলর। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কাউন্সিলর-সহ গ্রেফতার ৮ । ব্যবসায়ীকে অপহরণ করে ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। 'বারাসাতে ২ নং ওয়ার্ডে তৃণমূল কার্যালয় থেকেই অপহরণের ছক। ব্যবসায়ীকে অপহরণের মূল চক্রান্তকারী তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কাউন্সিলরের নির্দেশেই ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ চায় তাঁর শাগরেদ', কাউন্সিলরের ফোন থেকে উদ্ধার প্রচুর তথ্য, সিআইডি সূত্রে খবর