Kolkata News: খাস কলকাতায় বেপরোয়া দুষ্কৃতী-রাজ, মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই
ABP Ananda Live: খাস কলকাতায় বেপরোয়া দুষ্কৃতী-রাজ। ঢাকুরিয়ায় পথচারী মহিলাকে দাঁড় করিয়ে, হুমকি দিয়ে হার ছিনতাই করল বাইক আরোহী ৩ দুষ্কৃতী। পুলিশের ওপর ভরসা নেই। আতঙ্কে শহর ছাড়তে চান মহিলা ও তাঁর স্বামী। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দমদম, একের পর এক লুঠের ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরইমধ্য়ে সামনে এসেছে নতুন সিসিটিভি ফুটেজ।
চন্দননগর থেকে গয়ায় যাওয়ার পথে, পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া! মহিলা যাত্রীকে কটূক্তি, অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ। গতরাতে চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুচন্দ্রা চট্টোপাধ্যায় তাঁর ৩ সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালকের অভিযোগ, বুদবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই পিছু নেয় আরেকটি গাড়ি। ওই গাড়িতেও ৫ জন ছিল। যুবতীকে কটূক্তি করার পাশাপাশি, ওই গাড়িটি দু’বার তাঁদের গাড়িকে ধাক্কা মারে, অভিযোগ চালকের। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি, দাবি চালকের। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ, অভিযুক্তরা অধরা।


















