Mamata Banerjee: মাতৃদুগ্ধ সংরক্ষণ নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ABP Ananda Live: নিউটাউনে বেসরকারির হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। 'প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে'। 'স্বাস্থ্যে বিপ্লব এনেছে রাজ্য সরকার'। 'প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান'। 'বিভিন্ন জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে'। '১১৭টি ন্যায্য় মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে'। 'চোখের চিকিৎসার জন্য চোখের প্রকল্প আছে'। 'কেউ কেউ হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান করেন'। 'কে বলেন যে, আমি ধর্মকে শ্রদ্ধা করি না'। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি: মুখ্যমন্ত্রী।
'ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে', ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ
ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে। খুন করা হয়েছে ২ গৃহবধূ ও ১ কিশোরীকে। ২ গৃহবধূকে হাত ও গলার নলি কেটে খুন। বিষক্রিয়ায় মৃত্যু কিশোরীর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। 'পরিবারের ছোট বউ রোমির দু’হাতের কব্জিতে কাটা দাগ ও গলায় ক্ষতচিহ্ন'। 'গলার বাঁ দিক থেকে ডান দিকে টানা হয়েছিল ধারালো অস্ত্র'। 'খাওয়ার ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে খুন, ময়নাতদন্তের ৩৬-৪৮ ঘণ্টা আগে মৃত্যু'। 'কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন'। 'পরিবারের বড় বউ সুদেষ্ণারও ডান হাতের কব্জি কাটা, গলায় ক্ষতচিহ্ন'। অতিরিক্ত রক্তপাতের জেরেই মৃত্যু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ । 'কিশোরীর পাকস্থলীতে মেলা খাবারে ওষুধের উপস্থিতির প্রমাণ'। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে, খবর সূত্রের।

















