WB News: মাথার উপরে নেই ছাদ, তাও আবাসে বঞ্চিত, বিক্ষোভ গ্রামবাসীদের
ABP Ananda Live: সোদপুরের বাড়িতে বসে দিনরাত মেয়ের খুনের বিচারের আশায় দিন গুনছেন অভয়ার মা-বাবা। আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনায় সোমবার থেকে শুরু হয়ে গেল বিচার পর্ব। এদিন শিয়ালদা আদালতে গিয়ে সাক্ষ্য দিয়ে এলেন নিহত চিকিৎসকের বাবা। আজ সাক্ষ্য দেবেন ২ জন জুনিয়র ডাক্তার। ট্যাবের টাকা নিয়ে এবার তোলপাড় আসানসোলে। ৭ পড়ুয়ার টাকা ঢুকল সুদূর উত্তর দিনাজপুরে একই ব্যাঙ্কের অন্য শাখায়! ঢুকতেই উধাও। থানায় নালিশ। মুর্শিদাবাদ থেকে ঝাড়গ্রাম। ট্যাবের জন্য বরাদ্দ টাকা উধাও! সালারে গায়েব ১৩ পডুয়ার টাকা। ঝাড়গ্রামে ৫০টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মুর্শিদাবাদে উলট পূরাণ। মুর্শিদাবাদের ১৭টি স্কুলের প্রায় ৫ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা! মাথার উপরে নেই ছাদ, তাও আবাসে বঞ্চিত। প্রতিবাদে এবার রতুয়ায় বিডিওকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। গোঘাটে পঞ্চায়েত অফিস ঘেরাও। আবাস প্রকল্পে বাড়ি পেতে মথুরাপুর বিডিও অফিসে লম্বা লাইন। আগের তালিকা ধরে বরাদ্দ, ফের সমীক্ষা হলেও আশঙ্কার কিছু নেই, আশ্বাস প্রশাসনের।