BJP News : দীপাবলি পর রাজ্য জুড়ে CAA সহায়তা ক্যাম্প করতে চলেছে বিজেপি
ABP Ananda LIVE : তৃণমূলকেও CAA সহায়তার পরামর্শ সুকান্ত মজুমদারের। SIR আবহে CAA নিয়ে তৎপর বঙ্গ বিজেপি। দীপাবলি পর রাজ্য জুড়ে CAA সহায়তা ক্যাম্প করতে চলেছে বিজেপি। রাজ্যজুড়ে ৭০০ CAA সহায়তা ক্যাম্পের ভাবনা চলছে, খবর বিজেপি সূত্রে।'কেন্দ্রীয় বিজেপির কাছে রাম মন্দির আবেগ হলে, বঙ্গ বিজেপির আবেগ CAA' 'CAA আমরা ওটা করবই'। বিধানসভা ভোটের আগে CAA নিয়ে বার্তা সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেসকেও CAA সহায়তা ক্যাম্প করতে পরামর্শ সুকান্তের।
Birbhum News: 'কে স্টেজে এল, কে এল না, আমাদের কাছে ম্যাটার করে না', ইঙ্গিতপূর্ণ বার্তা কাজল শেখের
বীরভূমের নানুরে, তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা। সেই মঞ্চ থেকেই নাম না করে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। যা ঘিরে খোঁচা দিতে দেরি করেনি বিজেপি। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।
আমন্ত্রিত ছিলেন সকলেই। কিন্তু, একপক্ষ এলেও, আরেকপক্ষ অনুপস্থিতই থেকে গেলেন। বীরভূমের নানুরে, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মঞ্চে অনুপস্থিত থাকলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা। আর দলীয় মঞ্চ থেকে নাম না করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি বললেন, "নানুরে মানুষ লড়াই করতে জানে। নানুরে মানুষ সংগ্রাম করতে জানে। নানুরে মানুষ রক্ত দিতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কে স্টেজে এল, কে এল না, এটা ম্যাটার আমাদের কাছে করে না। এটা আমাদের কাছে কোনও বিষয় নয়। আমরা লড়াই করেছি। সংগ্রাম করেছি।"






















