WB News: আন্তঃরাজ্য শিশুপাচারকারীর ফাঁদ পাতা হত অনলাইনে, কিন্তু কীভাবে?
ABP Ananda Live: এসি মেকানিক থেকে আন্তঃরাজ্য শিশুপাচারকারী, ফেসবুক গ্রুপ তৈরি করে সন্তানহীন দম্পতিদের সঙ্গে যোগাযোগ করা, রীতিমতো তথ্য যাচাই করার পর লক্ষ লক্ষ টাকায় শিশু বিক্রির ডিল। রবিবার শালিমার স্টেশন থেকে শিশুপাচারকারী দম্পতি গ্রেফতার হওয়ার পর সামনে এল এরকম চমকে দেওয়ার মতো একাধিক তথ্য। সিআইডি সূত্রে দাবি, ফাঁদ পাতা হত অনলাইনে। রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, ফেসবুকে 'চাইল্ড অ্য়াডাপশন' বলে একটি গ্রুপ খোলা হয়। এক্ষেত্রে বেআইনিভাবে যাঁরা সন্তান নিতে অর্থাৎ শিশুসন্তান কিনতে আগ্রহী তাঁরা এই গ্রুপের সদস্য হতেন। ভালভাবে তথ্য যাচাইয়ের পর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে সেইসব আবেদনকারী দম্পতিদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হত। তারপর আরও কয়েক দফা তথ্য যাচাইয়ের পর হোয়াটসঅ্যাপেই হত টাকার ডিল। ঠিক যেমনটা হয়েছিল শিশু কিনতে আগ্রহী সেজে থাকা দুই সিআইডি অফিসারের সঙ্গে। ৪ লক্ষ টাকায় শিশু কেনার চুক্তি হওয়ার পর রবিবার, শালিমার স্টেশন থেকে পাচারকারী দম্পতি মানিক হালদার ও তাঁর স্ত্রী মুকুল সরকারকে গ্রেফতার করে সিআইডি।