Jagadhatri Puja : জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে কৃষ্ণনগরে চাঞ্চল্য, দফায় দফায় লাঠিচার্জ পুলিশের
ABP Ananda Live: জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে কৃষ্ণনগরে চাঞ্চল্য, দফায় দফায় লাঠিচার্জ পুলিশের। ক্লাবের সদস্যদের রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কাল জগদ্ধাত্রী পুজোর দশমী ছিল। পুলিশের সঙ্গে ক্লাবের উদ্যোক্তাদের তুলকালাম পরিস্থিতি হয় ধস্তাধস্তিও। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে তুলকালাম পরিস্থিতি কৃষ্ণনগরে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে পুলিশকে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়।
দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি! বহিরাগতদের সঙ্গে এনে হাসপাতালেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ! ডিউটি করতে নিরাপত্তাহীনতা, CMOH-কে চিঠি অ্যাসিস্ট্যান্ট সুপারের। কাজে না এলেও দেখানো যাবে না হাজিরা খাতায় একজনের ডিউটি অন্য করলেও, না দেখাতে হুমকি দেওয়ার অভিযোগ। 'বেতনের বিলেও চোখ বন্ধ করে সই করে দেওয়ার দাবিতে হুমকি'। রোগীর না লাগলেও ওয়ার্ডে আয়া ঢুকতে দেওয়ার দাবিতে হুমকির অভিযোগ। সৎভাবে ডিউটি করতে কী করণীয়? CMOH-এর কাছে জানতে চেয়ে চিঠি।'অভিযোগ একটা পেয়েছি, খতিয়ে দেখা হচ্ছে, কি ঘটেছে খোঁজ নেওয়া হচ্ছে'। প্রতিক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতির।