Siliguri News: চাঁদার জুলুম, শিলিগুড়িতে বাড়ির সামনেই রাস্তায় ফেলে মারধর করে খুন, গ্রেফতার ১
ABP Ananda Live: চাঁদার জুলুম, শিলিগুড়িতে বাড়ির সামনেই রাস্তায় ফেলে 'পিটিয়ে' খুন, গ্রেফতার ১। '৫০০ টাকা চাঁদা চেয়ে না মেলায় দুষ্কৃতীদের হামলা', দাবিমতো চাঁদা না দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ। প্রায় ৮ দুষ্কৃতীর হামলা, ঘটনাস্থলেই মহম্মদ জহুরীর মৃত্যু। ঘটনার তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রে । দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি, অভিযোগ স্থানীয়দের।
আরও খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ। বাতাসে জলীয় বাষ্প কম থাকায়, কমবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। কাল থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। মৌসম ভবনের পূর্বাভাস, এবার অক্টোবরে যা গড় তাপমাত্রা ছিল তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি।