SSC Case: কত প্রশ্ন আছে করুক, তার উত্তর দেব, যে যে ধারা দেওয়া হয়েছে পুরোপুরি মিথ্যা: চাকরিাহার শিক্ষক
ABP Ananda Live: 'আন্দোলনটাকে কোনওভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলা হয়েছে হাজিরা দেওয়ার জন্য, আমি নিশ্চয় সহযোগিতা করব তদন্তের। প্রশ্নোত্তর করবে তো, কত প্রশ্ন আছে করুক, তার উত্তর দেব। যে যে ধারা দেওয়া হয়েছে পুরোপুরি মিথ্যা। আমাদের তো চাকরি ফেরত নিয়ে কথা, সেটা শুধুমাত্র চাইছি বলেই যে এরকম ধারা দিতে হবে তাতে আমাদের মুখ বন্ধ হবে না', বললেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল।
কালীঘাটে ASI-র গাড়িতে ধাক্কা বাংলাদেশি অনুপ্রবেশকারীর গাড়ির ! লাইসেন্স বের করতেই চাঞ্চল্যকর তথ্য..
একদিকে, কলকাতার কালীঘাটে গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমে হদিশ মিলল বাংলাদেশি অনুপ্রবেশকারীর। অন্যদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে গিয়ে মুর্শিদাবাদের সীমান্তে হাতেনাতে পাকড়াও হল ৮ বাংলাদেশের নাগরিক। কাজের সন্ধানে নাকি অন্য কোনও কারণে এ পারে গা ঢাকা দিয়েছিলেন তারা? ভারত-বাংলাদেশ টানাপোড়েনের মাঝেই ফের একাধিক প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে।
কলকাতা থেকে জেলা, পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। কলকাতার কালীঘাটে,পথ দুর্ঘটনার তদন্তে নেমে এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ।ধৃত আজাদ শেখকে আগামী ৩জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। এর পাশাপাশি, জাফার আলি শেখ নামে তাঁর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। ধৃতকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।



















