TMC News: মেয়ো রোডে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আসতে শুরু করেছেন TMCP-র কর্মী সমর্থকরা
ABP Ananda Live: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস। মেয়ো রোডে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্য়বারের মতোই, আগামীকাল সেখানে মূল বক্তা মমতা বন্দ্য়োপাধ্য়ায়। থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। ইতিমধ্য়েই জেলা থেকে শহরে আসতে শুরু করেছেন TMCP-র কর্মী সমর্থকরা। এদিকে এই সমাবেশ নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিরোধীরা।
পড়ুয়াদের 'আবদারে' স্থগিত! TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে ব্যাখ্যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের
বৃহস্পতিবারই হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য় পরীক্ষার দিন না বদলে শেষ অবধি নিজের অবস্থানেই অনড় রইলেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। এই কড়া অবস্থানের আবহেই, উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্য়ালয়। একেবারে শেষবেলায় বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করলেন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য। তাঁর দাবি, পড়ুয়াদের আবদার রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে সমাবেশ। আর বৃহস্পতিবারই হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা। কোনও রাজনৈতি দলের সভা-সমাবেশের জন্য় পরীক্ষা বদলানো যায় না। এই কথাতেই শুরু থেকে শেষ অবধি অনড় রইলেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। পাল্টা শুরুর মতোই শেষ অবধিও তাঁকে লক্ষ্য় করে আক্রমণ শানাল তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের দিনই পরীক্ষা নিয়ে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের এই কড়া অবস্থানের আবহেই, উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্য়ালয়। একেবারে শেষবেলায় বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছেন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য। তাঁর দাবি, তেমন কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না। পড়ুয়াদের আবদার রাখতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


















