Panagarh News:জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ,পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু
ABP Ananda Live: জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ। পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে কটূক্তি, বারবার গাড়িতে ধাক্কা। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর অভিযোগ। ইভিটিজিংয়ের অভিযোগ উড়িয়ে রেষারেষির তত্ত্ব পুলিশের। অভিযুক্তরা অধরা, গাড়ির ফরেন্সিক পরীক্ষাও হয়নি, তাহলে কীভাবে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত ঘিরেই উঠছে প্রশ্ন। ঠিক কী হয়েছিল মধ্যরাতে? পানাগড়কাণ্ডে মুখ খুললেন প্রত্যক্ষদর্শীরা। ইভটিজিং, ধাওয়া করে হামলার অভিযোগ। তাও ২০ কিমির মধ্যে কোথাও দেখা মিলল না পুলিশের! ভাইদের বলছি বোনেদের রক্ষা করুন। ডক্টর্স মিটে আরজি কর-কাণ্ডে বার্তা মুখ্যমন্ত্রীর।থ্রেট কালচার নিয়ে পদক্ষেপ কোথায়? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। বিচারের দাবিতে ৭ মাস পার, এবার দিল্লিতে দরবার। সিবিআই নিয়ে অভিযোগ জানাতে বৃহস্পতিবার ডিরেক্টরের কাছেই যাচ্ছে পরিবার। দেখা করবেন আইনজীবীর সঙ্গেও। পুলিশের পর সিবিআই। কেউ কিছুই জানায়নি, কোর্টে বললেন নিহত চিকিৎসকের বাবা-মা। নিজেকে ব্রাত্য ভাববেন না, সব জানতে পারবেন, বললেন বিচারক।



















