Hospital News : নির্দিষ্ট প্য়াকেজের বাড়তি খরচ করতে পারবে না বেসরকারি হাসপাতালগুলো, পাশ হল বিল
ABP Ananda LIVE : নির্দিষ্ট প্য়াকেজের বাইরে, রোগীর পরিবারের কাছ থেকে একটাও পয়সা বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলো। সেই লক্ষ্য়ে আজ বিধানসভায় 'ক্লিনিক্য়াল এসটাবলিশমেন্ট অ্য়াক্টের' সংশোধনী পাস করল রাজ্য় সরকার। যেখানে বলা হয়েছে, বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সময় যে প্য়াকেজ রেট দেওয়া হয়, পরবর্তীতে সেখানে বাড়তি খরচ যুক্ত করা যাবে না। চিকিৎসার খরচ, হাসপাতালে এমন জায়গায় রাখতে হবে, যেখানে সকলে দেখতে পাবেন। যদি প্রস্তাবিত খরচের থেকে, চার্জ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কত শতাংশ বেশি নেওয়া যেতে পারে, তা স্বাস্থ্য় দফতর ঠিক করবে। শুধু তাই নয়, খরচ বৃদ্ধির বিষয়টা জানাতে হবে স্বাস্থ্য় দফতরকে। ২৪ ঘণ্টা অন্তর জানাতে হবে রোগীর পরিজনদের। সংশোধনী বিলে বলা হয়েছে, প্রত্য়েকটা হাসপাতালে E-প্রেসক্রিপশন চালু করতে হবে। কেউ লাইসেন্সের জন্য় আবেদন করলে, ৯০ দিনের মধ্য়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

















