WB News : অন্ডালের শ্যামসুন্দর কোলিয়ারির কয়লা খনিতে আচমকা জল ঢুকে মৃত্যু শ্রমিকের, গুরুতর জখম ৪
ABP Ananda LIVE : কয়লা খনিতে আচমকা জল ঢুকে মৃত্যু শ্রমিকের। অন্ডালের শ্যামসুন্দর কোলিয়ারির ঘটনা। কয়লা কাটার কাজ চলাকালীন আচমকা জল ঢুকে যায় খনিতে, দাবি স্থানীয়দের । সেখানেই মৃত্যু ECL-এর বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার ১ শ্রমিকের । গুরুতর জখম অবস্থায় উদ্ধার চারজন।
আরও খবর...
কলেজে ভর্তির ব্যতিক্রমী ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কোন ফর্মুলায় সম্ভব হল?
OBC- জটের কারণে, উচ্চমাধ্যমিকের ফল বেরনোর ৩ মাস পর, এখনও ৩৫০-র বেশি কলেজে শুরু হয়নি ভর্তির প্রক্রিয়া। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে সায়েন্স ও আর্টসে ভর্তি শেষ হয়ে, ক্লাসও চালু হয়ে গেছে। কীভাবে তা সম্ভব হল?
OBC-দের জন্য ৭, নাকি ১৭ শতাংশ সংরক্ষণ থাকবে? এই জট এখনও কাটেনি। হাইকোর্ট হয়ে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। যে কারণে, উচ্চমাধ্যমিকের ফল বেরনোর ৩ মাস পরও, রাজ্যের ৪৫০-র বেশি কলেজে শুরুই হয়নি ভর্তির প্রক্রিয়া। প্রবল অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়া। সন্তানদের ভবিষ্যৎ কী, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। অথচ এমন এক পরিস্থিতির মধ্যেই ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে সায়েন্স ও আর্টসে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে, ক্লাসও শুরু হয়ে গেছে। যাকে কার্যত 'মডেল' বলা যেতে পারে। কিন্তু কোন ফর্মুলায় এটা সম্ভব হল? ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া শুরু না করতে পারলেও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স এবং আর্টসে ৭ শতাংশ রিজার্ভেশন রেখেও, ৯০ শতাংশ আসনে ক্লাস শুরু করে দিয়েছে।


















