এক্সপ্লোর
College Admission: কলেজে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি, কী মত নৃসিংহপ্রসাদ ভাদুড়ির?
দুর্নীতি রোধে এবার কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি। সূত্রের খবর, নবান্নর তরফে সবুজ সঙ্কেত মেলার পর, আগামী সপ্তাহে বৈঠকে বসছে উচ্চ শিক্ষাদফতর। অতীতে এই উদ্যোগ নেওয়া হলেও, শেষমেশ তা বাস্তবায়িত হয়নি।
"এই প্রক্রিয়া শুরু হলে কোনও কলেজে খুব বেশি সিট খালি থাকবে না। তা ছাড়া কোনও পড়ুয়া এক সাথে ১০-১২ টা কলেজে ভর্তি হয়ে সিট ভর্তি করে রাখে, তাও বন্ধ হবে।" বললেন লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার। খানিকটা অনলাইন বাকিটা অফলাইন, ফলে পড়ুয়াদের ইউনিয়নের চাপ ছিলই। সাধারণ মানুষের দিকে তাকিয়ে এটা যদি করা যায় তবে তা খুবই ভালো হবে। বললেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।
আরও দেখুন






















