ABP Live Exclusive: ছেলের সঙ্গে একইসঙ্গে উচ্চমাধ্যমিক, বেশি নম্বর পেয়ে মন খারাপ মায়ের । Bangla News
হাতা-খুন্তির সঙ্গে পেন-খাতা। সংসারের হাল টানার সঙ্গে পরীক্ষার জটিল সমীকরণের সমাধান। আর্থিক অনটনে আটকে গিয়েছিল ইচ্ছা। হতে হয়েছিল স্কুলছুট। কিন্তু দাঁতে-দাঁত চাপা জেদ ও অদম্য উৎসাহে কার্যত অসাধ্যসাধন। সুযোগ কাজে লাগিয়ে শেষপর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। ছেলের সঙ্গে। আর ছেলের (Son) মতোই উচ্চমাধ্যমিকে (HS Result 2023) ভাল ফল করে পাশও করলেন মা (Mother)।
উচ্চমাধ্যমিকের সফল কৃতীদের ভিড়ে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন বছর আটত্রিশের লতিকা মণ্ডল (Latika Mondal)। ছেলে সৌরভ মণ্ডলের (Sourav Mondal) সঙ্গে তাঁর মাও বসেছিলেন এবারের পরীক্ষায়। সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দু'জনেই। পরীক্ষায় পাশ করে দীর্ঘদিনের ব্যক্তিগত ইচ্ছাপূরণ করতে পারলেও মা লতিকার মন অবশ্য কিছুটা খারাপ। ছেলের থেকে মোট নম্বরের ভিত্তিতে ৪০ নম্বর বেশি পেয়েছেন মা। তাই ফল বেরোনোর পর মায়ের কথায়, 'ফলটা উল্টো হলে খুশি হতাম।' আর মাকে বরাবর উৎসাহ দেওয়া ছেলে সৌরভের কথায়,'হেরেও আমিই জিতেছি।'