Top News : বারুদের স্তূপে মুর্শিদাবাদ, উদ্ধার ১০০টি বোমা | ABP Ananda LIVE
Top News : পঞ্চায়েত ভোটের আগে ২০০০ টাকার বরাত দিলেও ২০০ টাকা ও ২টি বিসকুটের প্যাকেটের বিনিময়ে বোমা বাঁধতে গিয়ে কাঁথিতে পাকড়াও ২ দুষ্কৃতী। গ্রামবাসীদের গণধোলাই।
ভোটে যুদ্ধের জন্য বোমা বাঁধতে বলেছিল তৃণমূল, দাবি ধৃতদের। দলের কেউ নয়, নেপথ্যে নির্দল, দাবি তৃণমূলের। তৃণমূলের সাজানো স্ক্রিপ্ট, পাল্টা বিজেপি।
বারুদের স্তূপে মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, রেজিনগর, সালার, রানিনগরে উদ্ধার ১০০টি বোমা। রানিনগরে তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষ, মাথা ফাটল ৪ তৃণমূল কর্মীর।
কেন্দ্রীয় বাহিনী না আসায় বোমা-বারুদের দাপাদাপি। দেগঙ্গায় আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা, জামালপুরে সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা। ডেবরা, দাঁতন, রঘুনাথপুরে বিরোধীদের মারধর।
৪৮৫ কোম্পানি চেয়ে কেন্দ্রকে ফের চিঠি কমিশনের। নোডাল অফিসারকে না জানানোয় ভিনরাজ্যেই আটকে ৩১৫ কোম্পানি।
কোন জেলায় কত বাহিনী? তালিকা নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালকে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার। ৪৮৫ কোম্পানি না পেলে কী বাড়বে ভোটের দফা ? প্রশ্ন বিভিন্ন মহলে।
সন্ত্রাসবিদ্ধ ভাঙড়ে ভারী বুটের আওয়াজ কেন্দ্রীয় বাহিনীর। মালদায় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত, ভোটারদের সঙ্গে কথা। হাওড়া, নানুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের, কমিশনে বৈঠক। বিজেপি-সিপিএম-কংগ্রেস-আইএসএফের যৌথমঞ্চ, কটাক্ষ কুণালের।
হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়কের বাড়িতে সিআইএসএফের ৭জনের দল। কোন ক্যাটিগরির নিরাপত্তা স্পষ্ট নয়, জানালেন নৌশাদ।
জনগণই আমাদের ক্ষমতায় দেয়, এটা ভোলা উচিত নয়। যা হচ্ছে তা সুখকর নয়। অশান্তির আবহে রাজধর্ম মনে করালেন রাজ্যপাল। বিজেপির দালালি করছেন রাজ্যপাল, আক্রমণ তৃণমূলের।
ত্রিমুখী প্রচারে সরগরম নন্দীগ্রাম। বামেদের হয়ে প্রচারে মীনাক্ষী। বেঁচে থাকলে জেলে ঢোকাব শুভেন্দুকে, হুঙ্কার কুণালের। চোরেদের জেলে ঢুকতে হবেই, পাল্টা বিরোধী দলনেতা।
ভেটাগুড়িতে তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি। কেন দর্শক পুলিশ ? ক্ষোভপ্রকাশ হয়ে পথ অবরোধ শাসক দলের। হামলার অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।
ভোটের মুখে মুর্শিদাবাদে তৃণমূলে গৃহযুদ্ধ। মন্ত্রী-বিধায়কের সংঘাত।
যাঁরা পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, তাঁদের পুলিশকে দিয়েই এনকাউন্টার করাব। হুমকি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের। বাংলাকে অশান্ত করার চেষ্টা, পাল্টা তৃণমূল।
দিল্লিতে নরেন্দ্র মোদি না থাকলে বন্ধ হবে দুর্নীতির তদন্ত। পাটনায় রাহুল গাঁধীর পায়ে পড়েছেন মমতা-সীতারাম। পাটনায় বিরোধী বৈঠক নিয়ে বিস্ফোরক শুভেন্দু।
বিরোধী বৈঠক নিয়ে নার্ভাস বিজেপি, আক্রমণ সৌগতর। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শুভেনদু। সারদা নিয়ে লড়েছিল কংগ্রেস-সিপিএমই, আক্রমণ বিকাশের। বাংলায় কোনও আপোস নেই, প্রতিক্রিয়া অধীরের।
ফের লুপ লাইনে দুই ট্রেনের সংঘর্ষ। বাঁকুড়ার ওন্দায় দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন থেকে ধাক্কা আরেকটি মালগাড়ির। ইঞ্জিন সহ ৬টি বগি লাইনচ্যুত। দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল।
ফের লুপ লাইনে দুর্ঘটনা
পুতিনের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যেই থামল বিদ্রোহ। প্রিগোজেনের সেনার সঙ্গে গোপন চুক্তি আমেরিকার ? যা কিছু হয়েছে আগে থেকেই জানা ছিল, দাবি ইউএস মিডিয়ার।
প্রয়াত বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস দাস। ৬৮ বছর বয়সে জীবনাবসান। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যানসারে। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
স্বাধীনতা আন্দোলনের আতুরঘর মেদিনীপুর, আজ কেমন আছে? পশ্চিম মেদিনীপুরের গ্রামে ঘুরে প্রত্যক্ষ করলেন অঙ্কিতা চক্রবর্তী। আপনার গ্রামে তারকা, সকাল সাড়ে দশটায়।