আনন্দ লাইভ: শীতলকুচির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মমতার, লাশ নিয়ে রাজনীতি ওঁর পুরনো অভ্যেস, পাল্টা জয়প্রকাশ
ঠিক কী হয়েছিল ১০ এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে? কীভাবে মৃত্যু হয় চারজনের? বুথের কাছে লাঠি-বাঁশ হাতে গ্রামবাসীরা। দেখুন ভাইরাল ভিডিও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেদিনের ভয়ঙ্কর ঘটনার বর্ণনা উঠে এসেছে তৃতীয় পোলিং অফিসারে মুখে।
কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মেয়াদ শেষ হতেই কোচবিহারের মাথাভাঙায় গেলেন মুখ্যমন্ত্রী। ভোটের দিন শীতলকুচিতে নিহত চারজনের পরিবারের সঙ্গে কথা বললেন মমতা (Mamata Banerjee)। মাথাভাঙায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করলেন শীতলকুচির নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মণের দাদু ও মামা। জোর করে আনন্দর আত্মীয়দের তুলে নিয়ে গেছে তৃণমূল। অভিযোগ বিজেপির।
দিনভর অশান্ত রইল বরানগর। পার্নো মিত্রের রোড শো ঘিরে রণক্ষেত্র বরানগর। থানার সামনে বিক্ষোভ তৃণমূলের (TMC)। তৃণমূলের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ। বিজেপি পার্থী পার্নো মিত্রকে (Parno Mittra) হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সতীন সেন নগরে পার্নোর রোড শো চলাকালীন তৃণমূল-বিজেপি (BJP) সংঘর্ষ বেধে যায়। হামলার প্রতিবাদে বিটি রোড অবরোধ করে বিজেপি। নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। এমনটাই অভিযোগ করেছেন পার্নো মিত্র। হারের ভয়ে গোটাটাই বিজেপির নাটক। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।