Election Results 2023 : ৩ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই যুযুধান এরাজ্যের শাসক ও বিরোধী দল
ABP Ananda Live: ২০২৪-এর লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিপুল জয় পেল বিজেপি! যে ফলাফলে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গ থেকে এদের সাফ করব। কাল (সোমবার) থেকে শুরু হবে সাঁড়াশি আক্রমণ! পাল্টা বিজেপিকে, শীতকালের সার্কাস বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিনকয়েক আগেই, বিজেপির ৩ মাসের আয়ুর কথা বলেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার ৩ রাজ্যে গেরুয়া ঢেউয়ের ধাক্কা এরাজ্যের রাজনীতির উপকূলেও। লোকসভা ভোট ঘোষণা হতে বাকি আর মাত্র কয়েক মাস। তার আগে ৩ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই যুযুধান এরাজ্যের শাসক ও বিরোধী দল।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)