District News: করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য পিছল জঙ্গিপুর-সামশেরগঞ্জের ভোটগ্রহণ, সঙ্গে অন্য খবর
আগামী ১৬ মে হচ্ছে না মুর্শিদাবাদ ও সামশেরগঞ্জের নির্বাচন। করোনার বাড়বাড়ন্তের জন্য এই দুই কেন্দ্রের ভোট গ্রহণ পিছিয়ে দিল নির্বাচন কমিশন। গত ২৬ এপ্রিল সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুই কেন্দ্রের প্রার্থীর।
বন্দুকের নলের মুখে নন্দীগ্রামে পুনর্গণনার নির্দেশ দেন রিটার্নিং অফিসার। পাল্টানো হয়েছে মেশিন। গণনায় কারচুপির অভিযোগে বিস্ফোরক মমতা। পক্ষপাতদুষ্ট কমিশনের দুই পর্যবেক্ষক। আদালতে যাওয়ার হুঁশিয়ারি।
করোনা আবহে ষাটোধ্বর্দের পরিষেবা পৌঁছে দিতে বীরভূমের প্রতিটি থানায় কন্ট্রোল রুম। কোভিড হাসপাতালের রূপান্তরিত করা হল বীরভূমের সুপারস্পেশালিটি হাসপাতালকে। থাকবে ২০০ বেড।






















