Election Date 2024: এবারের লোকসভা ভোটে ৯৭ কোটি ভোটার, ২ বছর ধরে নেওয়া হয়েছে ভোটের প্রস্তুতি : কমিশন
ABP Ananda LIVE: '১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার (Lok Sabha)মেয়াদ'। '৯৭ কোটির বেশি ভোটার'। 'সাড়ে ১০ লক্ষের বেশি ভোটদান কেন্দ্র'। '২ বছর ধরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে'। 'এবার প্রথম ভোটারের(Voter) সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ'।'১৮ থেকে ৩০ বছরের ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি'। '৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে এবারের ভোটে'। 'নির্বাচনে কাজ করবেন প্রায় দেড় লক্ষ ভোট কর্মী'। 'প্রত্যেক বুথে হেল্প ডেস্ক, হুইল চেয়ার, শৌচালয় থাকবে'। 'হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতি বুথে সব সুবিধা থাকবে'। '১০০ বছরের বেশি বয়সের ভোটার সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার'। '৮৫ বছরের বেশি বয়সের ভোটারদের বাড়িতেই ভোটদানের সুবিধা'। 'পেশিশক্তি, বেআইনি অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি ভঙ্গকারী সবথেকে বড় চ্যালেঞ্জ'। 'পেশিশক্তি রুখতে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে'। 'প্রতি জেলায় খোলা থাকবে কন্ট্রোল রুম'। 'ভোটে কোথাও হিংসা কাম্য নয়'। 'প্রশাসনে ৩ বছরের বেশি এক জায়গায় যাঁরা আছেন, তাঁদের বদলি করতে হবে'। 'অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর ১৯৫০'।