Lok Sabha Election 2024: ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা | ABP Ananda LIVE
Lok Sabha Vote: ভোটের (lok sabha election)আগে উত্তপ্ত ব্যারাকপুর(barrackpore) লোকসভা কেন্দ্রের আমডাঙা। বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামে বিজেপি নেতা আবু হেনার বাড়ি লক্ষ্য করে গতকাল রাতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। ভেঙে যায় জানলার কাচ। রাতেই ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। এক্স হ্যান্ডলে বোমাবাজির জন্য তৃণমূলকে নিশানা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। আরও খবর, দামামা বেজেছে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024)। আর লোকসভা ভোটের মাঝে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়ের মধ্যে চলছে একে অপরকে নিশানা করার পালা। '৫-৭ মাস আগে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন সুদীপ (Sudip Banerjee)। মনোনয়ন না পাওয়ার আশঙ্কায় বিজেপির (BJP News) সঙ্গে যোগাযোগ করেছিলেন সুদীপ। বিজেপি সুদীপকে পাত্তাই দেয়নি, বিস্ফোরক দাবি তাপস রায়ের (Tapas Roy)। আমাকে সংসদীয় রাজনীতি সামলাতে হয়, এত ছোট বিষয়ে উত্তর দিই না। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সুদীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগেও সরব তাপস। ক্যালকাটা বয়েজ স্কুলের দুটি ফ্ল্যাট দখল করে রেখেছেন সুদীপ। সেখান থেকেই নির্বাচনী কাজ পরিচালনা করছেন, অভিযোগ তাপসের। তাপসকে কাঁচা কলা দেখিয়েছে কমিশন (Election Commission Of India),পাল্টা খোঁচা সুদীপের। ABP Ananda Live






















