Locket Chatterjee: ফের লকেটকে ঘিরে বিক্ষোভ, লকেটকে দেখেই জুতো হাতে তেড়ে গেলেন তৃণমূল কর্মীরা
Lok Sabha Election Phase 5: ধনেখালির (dhaniakhali)পর চন্দননগর(Chandannagar), ফের লকেটকে ঘিরে বিক্ষোভ। চন্দননগরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে (Locket chatterjee)ঘিরে বিক্ষোভ। ১৭৮ ও ১৭৯ নম্বর বুথে যেতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। লকেটকে দেখেই জুতো হাতে তেড়ে গেলেন তৃণমূল কর্মীরা। লকেটকে 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের, পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান বিজেপির। আরও খবর, ব্যারাকপুরে তৃণমূলের (TMC) বিক্ষোভের মুখে কৌস্তভ, ভাঙল গাড়ি। মণ্ডলপাড়ায় বিজেপি নেতাকে ঘিরে তৃণমূলকর্মীদের বিক্ষোভ। বুথের বাইরে জমায়েত, কৌস্তভের গাড়ি থামতেই হামলা। ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে গাড়ি থামান কৌস্তভ। তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেধে যায়। ধাক্কাধাক্কিও হয়। ফিরে যাওয়ার সময় কৌস্তভের গাড়ি ও তাঁর সঙ্গে থাকা আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। টিটাগড়ের পর এবার ব্যারাকপুরেও তৃণমূলের বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। অন্য়দিকে, টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিংহ। ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে এসেছেন বলে দাবি বিজেপি প্রার্থীর এলাকায় পৌঁছতেই অর্জুনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। অর্জুন সিংহ বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতিও হয়।