(Source: ECI/ABP News/ABP Majha)
Kunal Ghosh:ভোটপর্ব চলাকালীনই নন্দীগ্রামের কালীচরণপুরে BJP-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেন কুণাল
ABP Ananda LIVE: ভোটপর্ব (lok sabha election 2024)চলাকালীনই নন্দীগ্রামের(nandigram) কালীচরণপুরে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেন কুণাল ঘোষ(kunal ghosh)। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। নন্দীগ্রামের মনসা বাজার এলাকায় বেশ কিছুজন তৃণমূল কর্মী-সমর্থক ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছিল। সেখানে পুলিশ গিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও তাঁরা যাননি। আরও খবর, ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে।