Lok Sabha Election 2024: আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন, বরানগরে উপনির্বাচন
ABP Ananda LIVE: ভোট যুদ্ধ সপ্তমে। আজ সপ্তম দফায়(lok sabha election 2024) বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। বরানগরে উপনির্বাচন(baranagar by election)। মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় ২ হাজার কিউআরটি। শেষ দফায় নজর নিরাপত্তায়। আরও খবর, ভোটের (Lok Sabha Election)মুখে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে (TMC-ISF Clash)ফের উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে ভোগালি এলাকায় পরপর দুটি বোমা পড়ে। পুলিশ সূত্রে খবর, বোমাবাজিতে ৫ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইএসএফ-এর অভিযোগ, গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। লালবাজারে সেই অভিযোগ জানানোর পরই, তাঁদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ তোলে তৃণমূল।
বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। কলকাতা উত্তর-দক্ষিণ, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, বসিরহাট, বারাসাত, জয়নগর, মথুরাপুরে ভোট। বরানগরে উপনির্বাচন। 'দমদম মানে দাওয়াই', হুঙ্কার মদনের।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)