Abhijit Gangopadhyay: কেমন ভোট হল, জিতবেন ? উত্তরে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?
ভোট নিয়ে সন্তুষ্ট নন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ প্রাক্তন বিচারপতি। পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থীর। কেমন ভোট হল, জিতবেন ? উত্তরে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?
এক নজরে তমলুকের ভোট
ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে হলদিয়া ভবানীপুর শান্তশ্রী বিদ্যামন্দির বুথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী। ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে উঠল চাকরি চোর স্লোগান। প্রথমে বুথের বাইরে কয়েকজনকে ধাওয়া করেন বিজেপি কর্মীরা। মাঠ পেরিয়ে তারা পালিয়ে যায়। এরপরই দলে দলে তৃণমূল কর্মীরা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিজিতের নিরাপত্তা রক্ষীরা তাঁকে ঘিরে ধরেন। বুথের সামনে মিনিট চল্লিশ ধরে চলে স্লোগান, বিক্ষোভ। ফোন করে QRT ডাকেন বিজেপি প্রার্থী। তারা এসে ভিড় হঠিয়ে দেয়।






















