Rachana Banerjee: 'বুথে লাইট নেই, ইচ্ছে করে অন্ধকার করে রেখেছে', বড় অভিযোগ তুললেন রচনা বন্দ্যোপাধ্যায়
পাণ্ডুয়ার চৌবেড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে অন্ধকার ঘরেই চলছে ভোট প্রক্রিয়া। বুথে গিয়ে ক্ষোভ উগরে দিলেন হুগলির তৃণমূল প্রার্থী। পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই কেন, প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন রচনা বন্দ্যোপাধ্যায়ের।
অন্যদিকে, ধনেখালিতে চোর-ডাকাত তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।






















