Lok Sabha Election: শেষ দফা ভোটের আগে তুমুল বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা, বজ্রাঘাতে মৃত্যু
শনিবার শেষ দফা ভোট। তার আগে শুক্রবার থেকে বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনে একাধিক বুথের সামনে জমেছে জল। এমনকী বাঁকুরায় বজ্রাঘাতে মৃত্য়ু হয়েছে দুজনের। পাশাপাশি বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। এছাড়াও রাজ্য়ের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে সাময়িক সময়ের জন্য় ব্য়হত হয় যান চলাচল।
বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে জল জমেছে সুন্দরবনের বিভিন্ন বুথের সামনে। শুক্রবার তার মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছন ভোটকর্মীরা। টানা বৃষ্টি হলে শনিবার ভোটগ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে হবে প্রশাসনকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা জায়গাতেই দাঁড়াতে হয় ভোটারদের।






















