Exit Poll Result : এরাজ্যে কতগুলি আসন পাবে TMC ও BJP ? কী বলছে বিভিন্ন সমীক্ষা? ABP Ananda Live
ABP Ananda Live: ভোটযুদ্ধ শেষ। এবার গণনার পালা। মুখিয়ে শুধু রাজনীতির জগতের মানুষেরাই নন, দেশবাসীরও। কারণ, আগামী পাঁচ বছর কাদের নেতৃত্বে দেশ চলবে তা নিয়ে উৎসাহ-আগ্রহ থাকবে বৈকি আপামর দেশবাসীর। এই আবহে সপ্তম দফার ভোট শেষ হতেই সামনে আসছে একের পর এক সংস্যার বুথ ফেরত সমীক্ষার। আর সেইসব সমীক্ষার অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরাজ্যে সবথেকে বড় দল হতে চলেছে বিজেপি। তবে, একটি সংস্থা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছে।
এ রাজ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল ১৩-১৭টি আসন পেতে পারে এবং বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে ১-৩টি আসন। বলছে সি ভোটার সমীক্ষা।
PEOPLES INSIGHT, POLSTRAT-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ২৪টি আসন পেতে পারে তৃণমূল। ১৭টি আসন পেতে পারে বিজেপি এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে মাত্র ১টি আসন।
CNX-এর সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেস জিততে পারে ১৪ থেকে ১৮টি আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে ২২ থেকে ২৬টি আসন এবং কংগ্রেস জিততে পারে ১ থেকে ২টি আসনে।