Lok Sabha Elections 2024: এবার BJP কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ TMC-র বিরুদ্ধে
ABP Ananda Live: জয়নগর (Joynagar) লোকসভার গোসাবায় (Gosaba) বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার ভোট মিটতেই গোসাবার আমতলি গ্রাম পঞ্চায়েতের হাজারিপাড়ায় বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়া হয়। জলের পাইপলাইন কেটে দেওয়ার দায় তাদের নয় বলে দাবি করেছে তৃণমূল।
ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল ISF-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলও ISF কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানার মাঝেরআইট এলাকার ঘটনা। এই ঘটনায় এক ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টা বাইক আটক করা হয়েছে। তৃণমূলের দাবি, গতকাল রাতে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন তাদের কর্মীরা। অভিযোগ, ISF কর্মীরা তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন। ২ তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। পাল্টা ISF-এর দাবি, মাঝেরআইট এলাকা তাদের দখলে থাকায় বহিরাগতদের নিয়ে হামলা চালায় তৃণমূল। ISF কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। উত্তর কাশীপুর থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হয়েছে।