Lok Sabha Elections 2024: 'মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন', মোদিকে পাল্টা কুণাল ঘোষ
Narendra Modi: সপ্তম দফার ভোটের আগে বাংলার ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি (Narendra Modi) । 'গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি'। 'বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই তৃণমূলের'। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনের ফলপ্রকাশের পর বর্তমান প্রধানমন্ত্রী এটা অনুভব করবেন, আসনটি আছে, কিন্তু উনি আসনচ্যুত হয়েছেন, কটাক্ষ কুণাল ঘোষের। উল্লেখ্য, আগে আজ ফের বঙ্গে মোদি। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। অশোকনগর ও বারুইপুরে সভার পর বিকেলে রোড-শো, আপাতত এমনই কর্মসূচি। শ্যামবাজারে মোদির রোড শোয়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে, দাবি সুকান্ত মজুমদারের। মোদির রোড শো-র জন্য প্রতি ১০০ মিটার অন্তর মঞ্চ তৈরির কথা থাকলেও, পুলিশের অসহযোগিতায় তা হচ্ছে না, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি। প্রচারে যে কেউ আসতে পারেন, তবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন, মন্তব্য কুণাল ঘোষের।