Lok Sabha Elections 2024: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের! ABP Ananda Live
ABP Ananda Live: ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করল হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী ৫ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের হুঁশিয়ারি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আক্রান্তরা যাতে অভিযোগ দায়ের করতে পারেন, তারজন্য এদিন একাধিক নির্দেশ দিয়েছে আদালত।
ভোটের ফল বেরতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে অশান্তির খবর! আক্রান্ত হয়েছে বিজেপি থেকে সিপিএম, প্রায় সব বিরোধী দলের কর্মীরা। প্রত্যেকটি ক্ষেত্রেই হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই অবস্থায়, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী ৫ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের হুঁশিয়ারি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এদিন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন দুপুরে সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে যে, ভোট পরবর্তী সন্ত্রাস চলছে। এটা বন্ধ করতে হবে। যে গন্ডগোলের কথা বলা হচ্ছে, তা নির্বাচনকে কেন্দ্র করে নাও হতে পারে বলে মন্তব্য করেন রাজ্য সরকারের আইনজীবী। পাশাপাশি তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে।