Lok Sabha Elections 2024: গণনার আগে রানাঘাটে আক্রান্ত সিপিএমের কাউন্টিং এজেন্ট। ABP Ananda Live
ABP Ananada Live: ভোটের আগে শুরু, ভোটের পরেও সন্ত্রাস। গণনার আগে রানাঘাটে আক্রান্ত সিপিএমের কাউন্টিং এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ সিপিএমের। গুরুতর জখম অবস্থায় ভর্তি রানাঘাট মহকুমা হাসপাতালে। সিপিএমের কাউন্টিং এজেন্টকে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের।
অন্য়দিকে, ভোট শেষ হতেই শুরু হিংসা। কলকাতা থেকে জেলা, আক্রান্ত একের পর এক বিজেপি কর্মী। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন। বেলেঘাটা, ট্যাংরায় তাপস রায়ের পোলিং এজেন্টদের মার। সোনারপুরের খেয়াদহে মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির। বেলেঘাটা, নারকেলডাঙায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী-সমর্থক। পাল্টা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর। ভাটপাড়ায় অর্জুন সিংহর এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে পড়ল বোমা।
ভোটের পরেও হিংসা, রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা। ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন থেকে সময়সীমা বেড়ে হল ১৯ জুন, কমিশন সূত্রে খবর।