(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Elections 2024: শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা খড়গপুরে! ঠিক কী ঘটেছিল? ABP Ananda Live
ABP Ananda Live: খড়গপুরে (Kharagpur) শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পথ অবরোধ করল বিজেপি (BJP)। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি প্রার্থী। অন্যদিকে নিহতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি তুলে বিক্ষোভ দেখাল শাসক দলও।
এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল খড়গপুরে। কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। একই দাবিতে উল্টোদিকের রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। বুধবার খড়গপুরের গোকুলপুরে রশ্মি মেটালিকসের কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হয় বিহারের বাসিন্দা এক শ্রমিকের। বিজেপির অভিযোগ, শ্রম আইন না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করানো হয় শ্রমিকদের। নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি তুলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা।
বিজেপির অবরোধ-বিক্ষোভের জেরে খড়গপুরের সামরাইপুরে ৬ নম্বর জাতীয় সড়কে প্রায় এক ঘণ্টা ব্যাহত হয় যান চলাচল।