(Source: ECI/ABP News/ABP Majha)
Dilip Ghosh: 'মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে', মন্তব্য দিলীপের
ABP Ananda LIVE: 'মেদিনীপুর (Medinipur)থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে'। ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ(Diulip Ghosh)। 'বাংলায় সংগঠন শুয়ে পড়েছিল, গ্রামে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করেছিলাম'। 'দলের সবাই আমার পক্ষে ছিল'। 'দলের সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে'। 'সংগঠনের দুর্বলতা ছিল, প্রমাণ হয়ে গেছে, তাই ভোট কমেছে'। মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।
জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির (PM Narendra Modi)। রাষ্ট্রপতিভবনে গিয়ে দেখা করলেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে। রাজনীতিতে উত্থান-পতন থাকে, বললেন মন্ত্রিসভার বৈঠকে। বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী (CM Mamata Banerjee)। শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক। ঠিক হবে সংসদে দলের রণনীতি, খবর সূত্রের। বাংলায় বিপুল জয়ের পর মুখ খুললেন অভিষেক (Abhishek Banerjee)। বিজেপিকে (BJP News) তীব্র আক্রমণ। ৯৯ আসন জিতে ফের ইন্ডিয়ার মধ্যমণি কংগ্রেস (Congress News)। রণকৌশল ঠিক করতে সন্ধ্যায় খাড়গের (Mallikarjun Kharge) বাড়িতে বৈঠকে ২৭ দল। পৌঁছলেন শরদ, স্ট্যালিন, তেজস্বী। তৃণমূলের (TMC News) তরফে যাচ্ছেন অভিষেক (Abhsehke Banerjee)। ABP Ananda Live