(Source: ECI/ABP News/ABP Majha)
LokSabha Election 2024: 'মোদি সুযোগ পেলে এবার দেশের সংবিধানের উপর আঘাত নেমে আসবে', নিশানা খাড়্গের।
LokSabha Election: সমস্ত বুথফেরত সমীক্ষা যখন বিজেপি-র (BJP News) ৪০০ পারের ইঙ্গিত দিচ্ছে, সেই সময়ও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। জানিয়েছিলেন নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কাল্পনিক সমীক্ষা ধোপে টিকবে না। মঙ্গলবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর রাহুল গাঁধীর (Rahul Gandhi) সেই দাবিই সত্য প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনী ফলঘোষণার পর দেশবাসীকে ধন্যবাদ জানালেন রাহুল। মঙ্গলবার লোকসভা নির্বাচনের (LokSabha Election 2024) ফলঘোষণার পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, মা সনিয়া গাঁধী, বোন প্রিয়ঙ্কা গাঁধী এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। হাতে সংবিধান নিয়ে সেখানেই দেশবাসীর কৃতজ্ঞতা স্বীকার করেন রাহুল। বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাতে দেশের দরিদ্র মানুষেরসবচেয়ে বড় অবদান রয়েছে বলে জানান তিনি। ABP Ananda Live