Loksabha Election 2024: জোট বৈঠকে খাড়গের মন্তব্যে কি খুশি নয় TMC? ABP Ananda Live
Loksabha Election: ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? জোট বৈঠকে খাড়গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? জল্পনা বাড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক। এদিন সকালে দিল্লিতে অখিলেশের সঙ্গে বৈঠকের পর রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক (Abhishek Banerjee)। এদিন সকালে দিল্লিতে অখিলেশের (Akhileh Yadav) বাড়িতে ৪০ মিনিট বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অভিষেকের বাড়িতে যান আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহরা। দিল্লির রাজনীতিতে সমীকরণের জল্পনা উস্কে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর একাধিক বৈঠক এমন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে নটায় দিল্লির বাসভবন থেকে কাছেই অখিলেশ যাদবের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মিনিট চল্লিশ বৈঠক হয় সেখানে। তারপর সেখান থেকে অভিষেক ফিরে আসেন নিজের বাসভবনে। সেখানে আপ নেতা রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহ যান। তাঁদের সঙ্গে আধঘণ্টা বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালেই পরপর দুই আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক। সূত্রের খবর, কলকাতা ফেরার আগে আরও এক নেতার সঙ্গে বৈঠক করতে পারেন অভিষেক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কংগ্রেসের তরফ থেকে ইন্ডিয়া জোটের হয়ে যে বক্তব্য রাখা হয়েছে তা কি পছন্দ হয়নি সব শরিকের?