Loksabha Election 2024: সায়রা হালিমের প্রচারে বাধার অভিযোগ, ১৪৪ ধারা দেখাল পুলিশ | ABP Ananda LIVE
ফের সায়রা হালিমের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ব্যারিকেড করে আটকে দেওয়া হল তাঁর সঙ্গে থাকা মীনাক্ষী মুখোপাধ্যায় ও সব্যসাচী চট্টোপাধ্যায়দেরকেও। ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাঁদেরকে আটকাল পুলিশ।
'এই এলাকা জনগণের সম্পত্তি। কোনও অভিষেক ব্যানার্জি, কোনও মমতা ব্যানার্জির সম্পত্তি নয়।' ক্ষোভ প্রকাশ সায়রা হালিমের। কলকাতা দক্ষিণ কেন্দ্রে সিপিএম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবার হরিশ চ্যাটার্জি রোডে প্রচারে বেরোন সিপিএম প্রার্থী সায়রা হালিম। তাঁর সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মীরা। হরিশ চ্যাটার্জি রোডে স্টিলের ব্যারিকেডের সামনে, ১৪৪ ধারার কারণ দেখিয়ে আটকে দেওয়া হয় তাঁদের। কিন্তু ব্যারিকেড পেরিয়ে বেরিয়ে আসেন মীনাক্ষী মুখোপাধ্য়ায় ও সব্যসাচী চট্টোপাধ্যায়রা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় তাঁদের।
ব্যারিকেডের বাইকে দীর্ঘক্ষণ আটকে থাকেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ব্যরিকেডের ভিতরে একাই গিয়ে কয়েকটি দোকানে লিফলেট বিলি করেন সায়রা হালিম। এরপর সেখান থেকে নেতাজি ভবন মেট্রো স্টেশন পর্যন্ত রোড শো করেন সিপিএম প্রার্থী। এদিন রোড শো শেষে সভাও করেন সিপিএম প্রার্থী। আগামী শনিবার শেষ দফায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট।