Loksabha Election 2024: 'রাত থেকেই দলীয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে', অভিযোগ শ্রীরামপুরের বামপ্রার্থী দীপ্সিতার | ABP Ananda LIVE
'গতকাল রাত থেকেই দলীয় কর্মীদের ভয় দেখানোর অভিযোগ আসছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। সকালেও অভিযোগ পেয়েছি, কয়েকটি বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ছাপ্পা ভোট না করালে জিততে পারবেন না, তাই এই ঘটনা', ভোট শুরুর আগে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের।
পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT।






















