Loksabha Election 2024: 'বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে', অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
'বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে। ওরাই ভোটারদের তাড়াবে। এমনকী, প্রার্থীকেও বুথে ঢুকতে দিচ্ছে না', অভিযোগ শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ডানকুনির চাকুন্ডি হাইস্কুলের ঘটনা।
জেলা হাওড়া হলেও ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত। মুন্সিডাঙা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, তাঁর চেয়ারও তুলে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্টকে বসালেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। 'এখানে এতদিন ভোটই হত না, এবার বাধা দিলে প্রতিরোধ হবে', হুঁশিয়ারি দীপ্সিতার।
'গতকাল রাত থেকেই দলীয় কর্মীদের ভয় দেখানোর অভিযোগ আসছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। সকালেও অভিযোগ পেয়েছি, কয়েকটি বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ছাপ্পা ভোট না করালে জিততে পারবেন না, তাই এই ঘটনা', ভোট শুরুর আগে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের।