Kar Dokhole Delhi: তন্ময় ভট্টাচার্যের সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলারের। ABP Ananda Live
LokSabha Election: বরানগরে (Baranagar) সিপিএম (CPM)প্রার্থীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের(Santanu Majumdar) সঙ্গে বচসা, হাতাহাতি বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের(Tanmoy Bhattacharya)। তন্ময় ভট্টাচার্য বলেন, "এদিন স্বভাবসিদ্ধভাবেই একজন প্রার্থী হিসেবে বিভিন্ন বুথে গিয়েছি। কোথাও কোনও ভোটারের সঙ্গে আমি কথা বলিনি। এমনকী ভোটার লাইনে দাঁড়িয়ে নমস্কার করেছেন। আমি বলেছি প্রতি নমস্কার করতে পারব না সেটা আইন বিরোধী। বুথে ঢুকে দেখছি ব্যবস্থা ঠিক আছে কিনা। পোলিং এজেন্টের সঙ্গে কথা বলছি। তারপর বেরিয়ে আসছি। এই বুথ থেকে বেরিয়ে আসার সময় এই মেজো এবং তাঁর বাহিনী এসে জিজ্ঞেস করে আপনি এখানে কী করছেন। পাল্টা আমি জানতে তাই আমি প্রার্থী আপনি নয়, তাহলে আপনি এখানে কী করছেন? হঠাৎ চোর, চিটিংবাজ বলে চিৎকার করল। তখন আমি তাঁর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেছি কী করেছি। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো জেল খাটছি না চুরি করে। কাউন্সিলরের সঙ্গে একটি ছেলে ছিল। সে আমাকে ঘুষি মারে। আমার মোবাইলও পড়ে যায়। আরেকজন আমাকে ঠেলতেও থাকে।''