Modi’s Brigade Rally: ' কথা রাখেননি দিদি, গোটা বাংলা এখন বলছে, আর নয় অন্যায়', ব্রিগেডে মমতাকে আক্রমণ মোদির
ব্রিগেডের (Brigade Parade Ground) মঞ্চ থেকে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘বামপন্থীদের বিরুদ্ধে মমতা (Mamata Banerjee) দিদি পরিবর্তনের কথা বলেছিলেন, বংলার মা-মাটি-মানুষের জন্য কাজ করার আশা দিয়েছিলেন। ১০ বছরে টিএমসি (TMC) সরকার সাধারণ মানুষের জীবনে সেই পরিবর্তন আনেনি। নিজের দেওয়া কথা রাখেননি মমতা। গরিব যাতে আরও গরিব হয়, সেই কাজ করেছেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কোন পরিবর্তন আসেনি। বছরের পর বছর ধরে চলতে থাকা রক্তের রাজনীতিতেও কোনও পরিবর্তন আসেনি। এখানে ঘরে ঢুকে মায়েদের-মেয়েদের উপর হামলা হয়। তাতে TMC-র আসল মুখ গোটা ভারতের সামনে প্রকাশ পেয়েছে। রাজ্যের সবকিছু কালোবাজারি, তোলাবাজ ও সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা রাজ্য এখন বলছে, 'আর নয় অন্যায়’।






















