Morning Headline: আজ ফের রাজ্যে মোদি, খড়গপুরে সভা
রাত ১১টা নাগাদ হঠাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বিভ্রাট। সার্ভার বিভ্রাটে ভারত সহ বিভিন্ন দেশে বন্ধ সমস্ত পরিবার। ৪০ মিনিট পর ধীরে ধীরে স্বাভাবিক পরিষেবা।
প্রার্থী নিয়ে ক্ষোভ। একযোগে নদিয়ার ১৭ বিজেপি নেতার পদত্যাগ। দুর্গাপুর, দুবরাজপুর, মালদায় বিক্ষোভ। জগদ্দলে কার্যালয় ভাঙচুর। পূর্বস্থলীতে প্রার্থীর বাড়ির সামনে বিক্ষোভ। আবেগের বহিঃপ্রকাশ। সাফাই নেতৃত্বের।
বুথে রাজ্য পুলিশ চেয়ে এবার নির্বাচন কমিশনে তৃণমূল। পাল্টা কমিশনে বিজেপিও।
আজ ফের রাজ্যে মোদি। খড়গপুরে সভা। বিজেপির জয়ে পর সূচনা হবে উন্নয়নের যুগের। সফরের আগের দিন ট্যুইট প্রধানমন্ত্রীর। রবিবার বিজেপির ইস্তেহার প্রকাশের পরেই টানা রাজ্যে প্রচারের অমিত শাহ (Amit Shah)।






















