Morning Headlines: 'সিঙ্গুর-নন্দীগ্রামে শ্মশানের নীরবতা', বিস্ফোরক বুদ্ধদেব, সঙ্গে অন্য খবর
কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ওপর হামলা বরদাস্ত নয়। আত্মরক্ষায় চালানো যেতে পারে গুলিও। সিঙ্গুর-নন্দীগ্রামে শ্মশানের নীরবতা। তৃণমূল-বিজেপির তরজার মধ্যেই বিস্ফোরক বুদ্ধদেব (Buddhadeb Bhattacharya)। অন্ধকার থেকে বেরনোর আহ্বান। বৃহস্পতিবার ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু (Suvendu Adhikari)। গাড়ির ওপর চড়াও। নিমতায় (Nimta) এক মাস পড়ে আক্রান্ত বিজেপি কর্মীর আহত মায়ের মৃত্যু। মাথায় আঘাত, অভ্যন্তরীণ রক্তক্ষরণ। ডেথ সার্টিফিকেট দিলেন বিজেপির (BJP) চিকিৎসক প্রার্থী। থানায় বিক্ষোভ। মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল (TMC) । আত্মহত্যাই করেছেন দিনহাটার (Dinhata) বিজেপি নেতা। প্রার্থী না হওয়ায় ডিপ্রেশনে ভুগছিলেন, বন্ধ করেছিলেন ওষুধ, খুনের তত্ত্ব খারিজ করে কমিশনে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট। এবার চাকুলিয়ায় নিখোঁজের রহস্যমৃত্যু। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে কমিশনে (Election Commission) বিজেপি। নিহতকে দলীয় কর্মী বলে দাবি। রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, অস্বস্তি বাড়িয়ে পাল্টা পরিবার। কটাক্ষ তৃণমূলের। দোল নিয়েও তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বর্ধমানে বাড়ি, গাড়ি ভাঙচুর। বেশ কয়েকজন আহত। হোলির দিন দুর্গাপুর ব্যারেজে দুর্ঘটনা। বিপজ্জনক জায়গায় স্নান করতে নেমে চার কিশোরের মৃত্যু। জল থেকে কোনওমতে আরও চারজনকে উদ্ধার। কীভাবে দুর্ঘটনা? তদন্তে পুলিশ।