এক্সপ্লোর
Panchayat Election: ১৪৪ ধারার কথা বলে অবৈধভাবে আটকানো হচ্ছে, অভিযোগ নৌশাদের | ABP Ananda LIVE
'ভাঙড়ের ভোটার না হয়েও কীভাবে এলাকায় ঢুকছেন সওকত? ভাঙড়ে শয়ে শয়ে লোক নিয়ে রাজনৈতিক সভা করছেন সওকত', দ্বিচারিতা করছে পুলিশ, অভিযোগ নৌশাদ সিদ্দিকির। ১৪৪ ধারার কথা বলে অবৈধভাবে আটকানো হচ্ছে, অভিযোগ নৌশাদের। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। শুক্রবারও ভাঙড় যাওয়ার সময় নৌশাদকে আটকায় পুলিশ।
আরও দেখুন






















