Modi Government : বাংলা থেকে কারও কপালে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে ?
এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন কারা ? বাংলা থেকে কারও কপালে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে? বিজেপিকে আসন উপহার দেওয়া উত্তরবঙ্গ কিংবা পূর্ব মেদিনীপুর কি কোনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী পেতে পারে? তা নিয়ে নানা জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
টিম NDA-র কারা কারা মোদি 3.0-তে জায়গা পেতে চলেছেন ? কারা কারা শপথ নেওযার জন্য় নরেন্দ্র মোদির ফোন পাবেন? বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী কারা হবেন? তা নিয়ে নানা জল্পনা এবং কাটাছেঁড়া চলছে।
তবে এরাজ্য়ের মানুষের সবথেকে বড় আগ্রহের জায়গা হল বাংলার ১২ জন সাংসদের মধ্য়ে কারও ভাগ্য়ে কি ক্য়াবিনেট মন্ত্রীর শিকে ছিঁড়বে? আগের বার বাংলা থেকে ১৮জন সাংসদ নির্বাচিত হওয়ার পরও কাউকে ক্য়াবিনেট মন্ত্রী করেননি নরেন্দ্র মোদি।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
