এক্সপ্লোর
Nawsad Siddique: মনোনয়নের শেষ দিনে উত্তপ্ত ভাঙড়, মমতার পদত্যাগ দাবি নৌশাদের
মনোনয়নের (Nomination) শেষ দিনেও রক্তাক্ত বাংলা (West Bengal)। বাংলাজুড়ে বিরোধীদের নিধন করা হচ্ছে বলে অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। পুলিশমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন নৌশাদ। তিনি বলেন, 'গত তিনদিন ধরে এমন অবস্থা। আমি মুখ্যমন্ত্রীকে বলতে গিয়েছিলাম আমার সন্দেহ হচ্ছে ভাঙড়ে বড়সড় কিছু ঘটে যেতে পারে।' রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। নিরাপত্তার দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না, নির্বাক দর্শক হয়ে রয়েছে বলে অভিযোগ নৌশাদের। আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবি নৌশাদের।
নির্বাচন 2025
কী করলে ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস ?ক বিভাগ, খ বিভাগেও পাওয়া যায় পুরো নম্বর? মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট টিপস
আরও দেখুন






















