(Source: ECI/ABP News/ABP Majha)
BJP News: TMC-র বিরুদ্ধে বাড়িতে বোমা মারার অভিযোগে প্রতিবাদ, মেদিনীপুরে গ্রেফতার BJP নেতা
তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে বোমা মারার অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুরে গ্রেফতার হলেন বিজেপি নেতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পুলিশ সুত্রে খবর, পুরনো একটি মামলায় বেশ কিছুদিন ধরে ফেরার ছিলেন ওই নেতা। কারও বিরুদ্ধে মামলা থাকলে পুলিশ ব্যবস্থা নেবেই, প্রতিক্রিয়া তৃণমূলের।
বাড়িতে বোমা ছোড়ার অভিযোগে প্রতিবাদ জানাতে এসে গ্রেফতার প্রতিবাদী বিজেপি নেতা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। মেদিনীপুরের বার্জটাউন এলায় বিজয় মিছিল বের করে তৃণমূল। বিজেপির অভিযোগ, মিছিল থেকে দলের জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায়ের বাড়ি লক্ষ করে বোমা মারা হয়। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে মেদিনীপুরের কেরানিটোলা থেকে কালেক্টরেট মোড় যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি'র নেতাকর্মীরা। সেখানে ছিলেন অভিযোগকারী বিজেপি নেতাও। কিছুক্ষণ পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
যাঁর বাড়িতে বোমা মারার অভিযোগ, গ্রেফতার করা হয় সেই বিজেপি নেতাকেই।