PM Modi in Bengal: 'এবারের ভোটে নেতা নয়, নেতৃত্ব দিচ্ছে জনতা', কাকদ্বীপের সভায় বললেন মোদি। ABP Ananda Live
'এবারের ভোটে বাংলায় এটাই আমার শেষ সভা', কাকদ্বীপের জনসভায় বললেন মোদি (PM Modi in Bengal)। তাঁর বক্তব্য, 'এবারের ভোটে নেতা নয়, নেতৃত্ব দিচ্ছে জনতা', বললেন মোদি (PM Modi Campaign)। কাকদ্বীপের প্রচারে তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মোদি। তাঁর তোপ, 'তৃণমূলের কাছে একটাই হাতিয়ার, এটা হতে দেব না। মোদি উন্নয়ন করলে, তৃণমূল বলে এটা হতে দেব না। গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করলেও তৃণমূল বলে এটা হতে দেব না। তৃণমূলের কাটমানি আর তোলাবাজির সঙ্গেই সম্পর্ক। আবাস, রেশন থেকে মিড ডে মিলেও তৃণমূল কাটমানি নেয়। বাংলার পরিচয়কে ধ্বংস করছে তৃণমূল। সাধুসন্তদেরও ছাড়ছে না তৃণমূল। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকেও আক্রমণ করছে তৃণমূল। তৃণমূলের গুন্ডারা রামকৃষ্ণ মিশনেও হামলা চালাচ্ছে।' ওবিসি সংরক্ষণ নিয়েও তোপ দেগে তাঁর মন্তব্য, 'তোষণের জন্য দেশের সংবিধানের উপরেও হামলা করছে তৃণমূল। পিছিয়ে পড়া সমাজকে সংরক্ষণ দিয়েছে সংবিধান, কিন্তু তৃণমূল লুঠ করছে। মুসলমানদের বেআইনি ভাবে ওবিসি সংরক্ষণ দিয়েছে তৃণমূল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও সরব হচ্ছে তৃণমূল।' মোদির বক্তব্যে উঠে এসেছে মতুয়া প্রসঙ্গও। তাঁর তোপ, 'মতুয়াদের এখানে থাকতে দিতে চায় না তৃণমূল। তোষণের রাজনীতির জন্যই অনুপ্রবেশকারীদের রাখতে চায়। ৪ তারিখের পর তৃণমূলের সব কৌশল ব্যর্থ হয়ে যাবে। প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেবে বিজেপি সরকার।' (Lok Sabha Election 2024)