PM Modi Rally : রাজ্যে ৫ম দফা নির্বাচনের দিনও অব্যাহত মোদি-মমতা প্রচার দ্বৈরথ
রাজ্যে ৫ম দফা নির্বাচনের দিন প্রচারে নরেন্দ্র মোদি। আসানসোলে (Asansol) নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘কেন্দ্রীয় দল কোনও সাহায্য করার জন্য বা কোন তদন্তের জন্য বাংলায় এলে তাঁদের বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।’ অন্যদিকে গলসিতে (Galsi) বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ নিয়ে বিজেপি (BJP) সরকারকে আক্রমণ করলেন মমতা। তিনি বলেন, ‘এবার ব্যাঙ্কে টাকা রাখলে, সেই টাকা ফেরত পাবেন কিনা সন্দেহ আছে।’ রান্নার গ্যাস-সহ পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি। মমতা বলেন, ‘আমাকে ১০০টা গালাগালি দিলেও আমার গায়ে ফোস্কা পরবে না।’






















