CV Ananda Bose: উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা। ABP Ananda Live
West Bengal By Election: উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা। ২৬ জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে চিঠি দেন রাজ্যপাল। অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক, চিঠি দিয়ে জানিয়েছেন সায়ন্তিকা, রেয়াত হোসেন। আজ রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয়েছে দুই জয়ী প্রার্থীকে। ৩ পাতার দীর্ঘ চিঠিতে ফের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দু'জনকে। পাশাপাশি এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কী কী জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ আছে। এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ আছে। চিঠিতে একথাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনও উল্লেখ চিঠিতে নেই, দাবি তৃণমূল শিবিরের। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপোড়েনের মধ্যে রাজভবনের ট্যুইট। অধ্যক্ষের তরফে দেওয়া চিঠি রাজ্যপালের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সামিল বলে ট্যুইটে উল্লেখ। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে বলেও সূত্রের খবর।